কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এখন পর্যন্ত অ্যাপল খুব ধীরেসুস্থে এগিয়েছে। গত মাসেই আইওএস ১৮.১ এর অংশ হিসেবে প্রথমবারের মতো সিরিতে চ্যাটজিপিটির ফিচার এসেছে।
প্রযুক্তি ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2024, 03:09 PM
ডিজিটাল সহকারী সিরি-কে ঢেলে সাজাবে অ্যাপল। নতুন বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার আনার পরিকল্পনা রয়েছে এ টেক জায়ান্টের।
নতুন সব ফিচার সিরিকে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনাই লাইভের মতো করে তুলতে পারে বলে সুপরিচিত অ্যাপল বিশ্লেষক ও প্রতিবেদক মার্ক গারম্যানের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
‘এলএলএম সিরি’ নামের এ সহকারী অ্যাপলের এআই মডেলের সাহায্যে চলবে এবং ব্যবহারকারীরা সিরির সঙ্গে আরও স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন।
আইফোনে এআই জুড়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিটি আরও উন্নত ও কঠিন কাজ করার জন্য সিরিকে তৈরি করবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্লুমবার্গ।
বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপের সঙ্গে যুক্ত হতে ‘অ্যাপ ইন্টেন্ট’ নামের ফিচার ব্যবহারের বাড়তি ক্ষমতার পাশাপাশি টেক্সট ও সারাংশ লেখার জন্য অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবে এলএলএম সিরি।
আগামী বছরের মধ্যেই এসব পরিকল্পনা ঘোষণা করতে পারে অ্যাপল। আর ব্লুমবার্গের মতে, কোম্পানি ২০২৬ সালের বসন্তে সিরির সফটওয়্যার বদলে নতুন এ ব্যবস্থা আনতে চায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এখন পর্যন্ত অ্যাপল খুব ধীরেসুস্থে এগিয়েছে। গত মাসেই আইওএস ১৮.১ এর অংশ হিসেবে প্রথমবারের মতো সিরিতে চ্যাটজিপিটির ফিচার জুড়ে দিয়েছে কোম্পানিটি।
সিরিতে আসতে পারে এমন আরও কিছু ফিচার রয়েছে। উদাহরণ হিসেবে, ফোনের স্ক্রিনে কী আছে সেটি ‘বুঝে’, সে অনুসারে অ্যাপের মধ্যে বিভিন্ন কাজ করার ক্ষমতা পেতে পারে সিরি। এসব ফিচার আগামী বছর আসার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।