ধানমন্ডির পাঁচ কলেজের ‘ছোট ছোট’ সমস্যা যাতে বড় রূপ না নেয়, তা নিশ্চিত করতে ‘বিশেষ টিম‘ গঠন করা হয়েছে।
ধানমন্ডি ২ নম্বর সড়কে বুধবার সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2024, 10:21 PM
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জেরে আরও একদিন ক্লাস বন্ধ রেখেছে সিটি কলেজ কর্তৃপক্ষ।
রোববারও ক্লাস বন্ধ থাকবে রাজধানীর এই কলেজে; তবে এদিন খুলবে ঢাকা কলেজ।
শনিবার রাতে কলেজ দুটির অধ্যক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন।
রাজধানীর কেন্দ্রস্থলের এ দুটি কলেজের শিক্ষার্থীরা গত বুধবার দিনভর কয়েক দফায় সংর্ঘষে জড়ায়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে।
সেদিনের সংঘর্ষের পর রাতে পরের দিন বৃহস্পতিবার দুই কলেজেই ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল।
সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. নেয়ামুল হক শনিবার রাত সোয়া ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগামীকাল রোববারও ক্লাস সাসপেন্ড রাখছি। কাল আমাদের একটি সভা হওয়ার কথা আছে। সেখানে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।”
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল রোববার আমাদের ক্লাস চলবে। সকালে উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ক্লাস টেস্ট হবে। এরপর দুই পিরিয়ড ক্লাস হয়ে আমরা উচ্চ মাধ্যমিকের বাচ্চাদের ছেড়ে দেব। অনার্সের একটি পরীক্ষা থাকায় পুরো ক্লাস কাল চলবে না।
“তবে সোমবার থেকে যথা নিয়মে ক্লাস চলবে।”
পাঁচ কলেজ নিয়ে টিম গঠন
এদিকে ধানমন্ডি এলাকার পাঁচটি কলেজের ‘ছোট ছোট’ সমস্যা যাতে বড় রূপ না নেয়, তা নিশ্চিত করতে ‘পুলিশসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে বিশেষ টিম’ গঠন করা হয়েছে।
এই পাঁচ কলেজ হল-ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বলেন, ছোট ছোট সমস্যাগুলো যাতে বড় রূপ না নেয় তা নিরসনে এ দল কাজ করবে।
এর আগে গত বুধবার ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন গত বুধবার দুপুরে কলেজটির দুটি বাস সিটি কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করেন। এ ঘটনার জেরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যা পর্যন্ত সেই মারামারি চলে।
পরে সন্ধ্যা পৌনে ৭টা ঢাকা কলেজ ক্যাম্পাসে কলেজ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে তাদের ‘দেড় শতাধিক শিক্ষার্থী’ আহত হওয়ার দাবি করে।
ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ের কাছে আধা কিলোমিটারেরও কম দূরত্বে ঢাকা কলেজ ও সিটি কলেজের ক্যাম্পাস। দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা প্রতি বছরই কয়েকবার করে সংঘর্ষে জড়ায় নানা কারণে।