আজ 17 এপ্রিল আনুমানিক 9:30 দিকে,কুষ্টিয়া টু মেহেরপুর মহাসড়ক খলিসাকুন্ডি নামক স্থানে অটো ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে, আট থেকে নয়জন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে বামুন্দি হাসপাতে পাঠানো হয়েছে। এক্সিডেন্ট কবলিত অটো ও সিএনজি পিপল বারিয়া ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
